হবিগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্ররা সব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানো। খুন খারাবি, ডাকাতি, অপহরণ! তবে মুহাম্মদ ইউনূস কোনো কিছুই দেখেন না। তিনি নিজের ক্ষমতার মেয়াদ বাড়ানোর লক্ষ্যে একদম স্থির।
এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আহমদ রেজা হাসান মাহদীসহ ৪ জন নেতাকর্মীর ওপর হামলা মামলার প্রধান আসামী, সংগঠনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
যদিও এগুলো লোক দেখানো গ্রেপ্তার।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
১১ মে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন আহমদ রেজা হাসান মাহদী।
এজাহারে বলা হয়, ৯ মে (শুক্রবার) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে পুরাতন হাসপাতাল সংলগ্ন নার্সিং ইনস্টিটিউটের সামনে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একদল সন্ত্রাসী মাহদী ও তার সঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনায় মাহদীসহ অন্তত চারজন গুরুতর আহত হন।
বলা হয়, এনামুল হক সাকিব পূর্ব পরিকল্পিতভাবে আসামিদের নিয়ে এই হামলা চালান।
তবে একজনকে বহিষ্কার করার মানে এই না যে, দল স্বচ্ছ । এদের অত্যাচারে জনগণের টিকে থাকা দায় হয়েছে। দেশকে পূর্ব থেকে পশ্চিমে নিয়ে গিয়েছে এরা।