ঢাকা: মৃত্যুশয্যায় বসেও রাহাদ খানের জয় বাংলা থেমে নাই। এটাই শক্তি। বাংলাদেশের মূল শক্তি, মাটির শক্তি!
সিলেট মহানগরের ৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাহাদ খান এর উপর শিবিরের সন্ত্রাসীরা আক্রমণ করে দুই হাত, পায়ের রগ কেটে ফেলেছে নৃশংসভাবে।
কাটা হাত পায়ের ছবিগুলো দেখে মানুষ ট্রমাটাইজড হয়ে গেছে!
শিবির তার পুরোনো স্টাইলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এখন তো সরকারই চালাচ্ছে এরা। জামাত শিবিরে ভরে গেছে পুলিশ প্রশাসন। কে অন্যায়ের প্রতিবাদ করবে?
জনগণ এই রগ কাটা শিবিরদের থেকে দূরে যেতে চাইছে। তারা পরিত্রাণ চায়।
জনগণ বলছে, ‘আমরা চাই আমাদের নতুন, রাজনীতি-সচেতন প্রজন্ম সত্যকে জানুক এবং আলোর পথ খুঁজে পাক’।
কিন্তু কিছু মানুষ শিবিরের আন্ডারগ্রাউন্ড রাজনীতির সুবিধা নিয়ে নিরপেক্ষতার ভান ধরে প্রশ্ন তোলে— “শিবির কি আসলেই রগ কাটা বাহিনী?”
রাহাদ খানের ঘটনা আবারও প্রমাণ করল— শিবিরের রাজনৈতিক ট্রেডমার্কই হলো বর্বর হামলা এবং রগ কাটা নৃশংসতা।
এই রগ কাটা বাহিনী এখন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশ দখল করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করেছে ডাকসু। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিলো।
