রাজশাহী: রগ কাটা শিবিরের জয়জয়কার! কেন? কারণ কী?

শিবিরকে দিয়ে মনের সক্ষমতা যাচাই করে নিচ্ছে জামায়াতে ইসলামী।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ইসলামী ছাত্র শিবির দখল করে নিলো।

আর প্রায় ৪৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বলা চলে একচ্ছত্র বিজয় ছিনিয়ে নিয়েছে তারা।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনুপস্থিতিতে ছাত্রদল দেশের বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে দাবি করলেও ডাকসু, জাকসু ও চাকসুতে তার কোন প্রমাণ তারা রাখতে পারেনি।

আর জামায়াতে ইসলামী সুকৌশলে সব জায়গা দখল করে নিচ্ছে। ঢুকে পড়লে খুব নরমভাবে।

রাকসুতেও রগ কাটা শিবিরের বিজয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ইতিহাস গড়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট।

২৩টি পদের মধ্যে ২০টিতেই তারা নিরঙ্কুশ জয় পেয়েছে। তিনটি পদ সাধারণ সম্পাদক (জিএস), ক্রীড়া সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জোটের হাতছাড়া হয়েছে।

আজ, শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

জিএস পদে জয় পেয়েছেন সালাহউদ্দিন আম্মার, যিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুখ।

ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন জাতীয় নারী ফুটবলার ও ছাত্রদল সমর্থিত প্রার্থী নার্গিস খাতুন। ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে তিনিই একমাত্র নির্বাচিত প্রার্থী।

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা।

ভিপি পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।

এদিকে, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত সালমান সাব্বির সামান্য ব্যবধানে পরাজিত করেছেন ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষাকে।

এ ছাড়াও অন্য পদগুলোতেও শিবির সমর্থিত জোটের প্রার্থীরাই বিজয়ী হয়েছেন।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ২৮ হাজার ৯০১। এর মধ্যে ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ জন আর ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *