ঢাকা: বাংলাদেশে গণতন্ত্র বারবার ধ্বংস করার চেষ্টা হয়েছে। শেখ হাসিনার উপর ২০/২১ বার আক্রমণ হয়েছে। তবে সত্যের জয় অবশ্যম্ভাবী।
আজ, ১৭ই আগস্ট। বাংলাদেশের ইতিহাসে একটি ভয়াল দিন।
একটি দুটি জেলা নয়, একেবারে ৬৩ জেলায় বোমা হামলা। ৪৩৪ স্থানে! তাও প্রায় একযোগে।
২০০৫ সালের ১৭ আগস্ট জঙ্গিদের বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়েছিল সারাদেশ। ইতিহাসের পাতায় লেখা নজিরবিহীন এমন কাণ্ড আজও আতঙ্কিত করে দেশবাসীকে।
আর আজকের দিনেই বৈষম্যবিরোধী আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে হওয়া মামলায় ষষ্ঠ সাক্ষ্যগ্রহণ হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষ্যগ্রহণ চলছে।
সব ভুয়া আর ষড়যন্ত্রমূলক মামলা।
এদিন, রবিবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী।