ব্রাহ্মণবাড়িয়া: ভারতে কড়া অভিযান চলছে অবৈধ বাংলাদেশীদের বিরুদ্ধে। এবং আটক হয়েছে প্রচুর। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অন্তত ৭৫০ ‘সন্দেহভাজন বাংলাদেশি’কে আটক করা হয়েছে।
কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানি জঙ্গি হামলার পর ভারতের নানা রাজ্যে ‘অনুপ্রবেশকারী’ খোঁজার অভিযান শুরু হয়। এর অংশ হিসেবে ‘অবৈধভাবে’ ভারতে বসবাসকারী ‘বাংলাদেশি’ অনেককে আটক করা হয়েছে। অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নিয়ে সারা ভারতে আলোচনা হচ্ছে। বৈধ কাগজপত্র কারো কাছে নেই।
এবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল সীমান্তে বৃহস্পতিবার প্রায় ৭৫০ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে এতে প্রতিরোধ করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও স্থানীয় জনতা।
ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশী আটক হচ্ছে।স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, ত্রিপুরা ও রাজস্থান থেকে সম্প্রতি আটক হওয়া প্রায় ৭৫০ জনকে সীমান্তে নিয়ে আসে বিএসএফ। এর মধ্যে অধিকাংশ বাংলাদেশি নাগরিক, এবং কিছু রোহিঙ্গাও আছে। বিভিন্ন সময় ভারতে রোহিঙ্গাও ধরা পড়ছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে খবর।