ঢাকা: তারেক রহমান দেশের নাগরিকই না। তিনি নাকি আবার আগামীর রাষ্ট্র নেতা?
১৫ বছর আগে মাজা ভেঙ্গে মুচলেখা দিয়ে দেশ ছেড়ে লন্ডনে পলাতক তারেক রহমান বাংলাদেশের ভোটারই না।
তবে স্বপ্ন আছে অনেক বড় বড়।
সব কষ্টেসৃষ্টে করে ফেললেও NID যখন হাতে পাবেন তখন দেখবেন সেখানে “খালেদা জিয়া”র নামের বানান ভুল।
আর তারেক জিয়া নাকি তারেক রহমান? দেখা যাবে “তারেক রহমান” এর জায়গায় পাকনামি করে “তারেক জিয়া” লিখে রাখছে।
ইংরেজিতে Tareq, Tareque,Tarek, Rahman,Rohman,Rehman, Jia,Zia,Gia বানানে সতর্ক থাকতে হবে!
যাই হোক, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়।
সেসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনে ছিলেন।
ওই বছরের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন এই দম্পতি।
চলমান ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন ডা. জুবাইদা রহমান। তবে এখনো ভোটারই হননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।