ঠাকুরগাঁও: মূলত দেশে যে একটা নির্বাচন হতে চলেছে, তার কোনো পরিবেশ এখনো নেই। বরং নির্বাচন বানচাল করার চেষ্টা চলমান।

প্রচারণা নিয়েই এদিন কথা বললেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালোই মনে হচ্ছে। এ বছরের পরিস্থিতি বোঝা যাবে যখন প্রচারণা শুরু হবে। তার আগে বোঝা যাবে না।

আজ, সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাসভবনে তিনি কথাগুলো বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। এবং একে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বলে উল্লেখ করেন তিনি।

বলেন, “আমরা খুব উদ্বিগ্ন। আমি মনে করি সরকারের এটা ব্যর্থতা। এখন পর্যন্ত তারা অস্ত্র উদ্ধারগুলো করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি সে রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী নির্বাচন চলাকালীন সেটা ইমপ্রুভ করবে। ভালো অবস্থায় আসবে’’।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *