ঢাকা: স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের সিদ্ধান্তকে সরকার অনেক বড় পদক্ষেপ হিসেবে দেখাতে চাইছে। কিন্তু আসল প্রশ্ন হলো এতে কি সত্যিই জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে?
বিশৃঙ্খলা ছাড়া কোনো মত এই সরকারের তরফ থেকে আসতে পারে এটা ভাবাই যায় না।
প্রতীক ছাড়া সাধারণ ভোটার বিভ্রান্ত হবে, আর ভোট ডাকাতি, জনগণকে ধোঁকা দেওয়ার নতুন কৌশল এটি।
নির্বাচনের নামগন্ধ নেই, এরা প্রতীক আর সুষ্ঠু নির্বাচন নিয়ে মাতামাতি করে।
সরকার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের নিয়ম বাতিল করেছে। এই বিষয়ে একটি অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
১৮ আগস্ট জারি করা এই অধ্যাদেশ অনুযায়ী ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে আর দলীয় মনোনয়ন বা প্রতীক থাকবে না।