ঢাকা: সব রাজনৈতিক দলের চোরগুলো মিলেমিশে এক। চুরি, ছিনতাইয়ের বেলায় এনসিপি, বিএনপি, জামাত সব মিলে করছে। আর মাঝেমধ্যে এ ওর পিছনে একটু কলকাঠি নেড়ে দেখায় আরকি।

সিলেটের কোম্পানিগঞ্জে ভোলাগঞ্জের সাদা পাথর,শত শত ট্রাকে,চুরি করে নিয়ে গেলো, সব রাজনৈতিক দলের নেতারা।

এখানে বিএনপি, জামাত এনসিপি,জাতীয় পার্টি, বাম রাজনৈতিক দল- সব এক হয়ে গেছে।

পাথর চুরিতে তাদের খুব মতৈক্য, কোন দ্বন্দ নেই তাদের মধ্যে। গত এক বছরেই ২০০ কোটি টাকার পাথর নিয়ে গেছে। সব পাথর লুট করে নিয়ে
যাওয়ার পর, দুদক সেখানে হাজির হয়েছে।

কেন দুদক এতোদিন পরে সেখানে? পুলিশ নিজে জড়িত বলে, তারা নাকে সরিষার তেল দিয়ে গভীর ঘুম দিয়েছে।

আর জামাত জঙ্গী এনসিপি পর্দার আড়ালে চালাচ্ছে সরকার। সরকারের স্বাদ এরা নিচ্ছে।

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, এনসিপি সরকারে না গিয়েও তারা সব সুযোগ-সুবিধা নিচ্ছে, তারা রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছে।

বিভিন্ন অফিসে গিয়ে সুযোগ-সুবিধা পাচ্ছে। সব ব্যবসা-বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে মাদারীপুরে পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নের কার্যক্রম উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনসিপি তো লুটেরা আছেই, বিএনপির এখন কথায় মনে হচ্ছে তারা সুবিধা কম পেয়ে অভিযোগ করছে। অভিযোগটা আসল করতে পারে না। চাঁদাবাজদের দলের কথার জোর নেই।

কেন্দ্রীয় বিএনপির এই নেতা আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে এনসিপি সংস্কারের কথা বলছে, কিন্তু এমন সংস্কারের ৩১ দফা দাবি বিএনপির পক্ষ থেকে আগেই তোলা হয়েছে।

এই ৩১ দফার দাবির মধ্যেই সবধরনের সংস্কার রয়েছে। বিএনপির নেতাকর্মীরা বিগত ১৬ বছর নির্বাচন ও গণতান্ত্রিক সরকারের জন্য সংগ্রাম ও লড়াই করেছে। অনির্বাচিত সরকারের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়।

এই দেশের মালিক এ দেশের জনগণ। তাই জনগনের সরকার প্রতিষ্ঠা হওয়া না পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে। অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি আগামী জনগণের ভোটে সরকার গঠন করবে।

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, ‘আগামী ৯ সেপ্টেম্বরে ডাকসু নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। কিন্তু নিজেদের স্বার্থের জন্য এনসিপি এ নির্বাচনকে কেন্দ্র করে হলে রাজনীতি বন্ধ করেছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *