ঢাকা: জামায়াত শিবিরের সব ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। এরা হাতে ধরে সারা দেশকে বোকা বানিয়ে লণ্ডভণ্ড করেছে।

জুলাই ষড়যন্ত্র আন্দোলন করেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং জামায়াত শিবির, পাকিস্তান কায়েম করার জন্য।

শিবিরের ষড়যন্ত্র সব প্রকাশ। ডাকসু জিতে সেই কথা তো প্রকাশ করেই দিলো।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি পদে নির্বাচিত পাকিস্তানি সাদিক কায়েম বলেই দিলো, এই নির্বাচনে জয় বা পরাজয় বলে কিছুই নেই; এই নির্বাচনে জুলাইয়ের প্রজন্ম আকাঙ্খাা এবং সর্বোপরী এই বিদ্যাপীঠের শিক্ষার্থীদের জয়।

জুলাইর সাথে শিবিরের অঙ্গাঙ্গী সম্পর্ক। জুলাই প্রজন্ম যে শিবির, তার তো মুখ ফসকে বেরিয়েই গেলো।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসুর ফল ঘোষণার পর সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়ায় এই কথা বলে সে।

ভিপি পদে শিবিরের সাদিক কায়েম পেয়েছে মোট ১৪,০৪২ ভোট। জিএস পদে শিবিরের এস এম ফরহাদ ১০,৭৯৪ ভোট পেয়ে জয়ী হয়।

সাদিক কায়েম বলে, “জয় অথবা পরাজয়ের কিছু নেই ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। এবং এই নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা, শহীদদের, আকাঙ্খা বিজয়ী হয়েছে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *