ঢাকা: শিবির কাকে বলে? শিবির বলে ইহাকেই।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করেছেন কেন্দ্রের বাইরে কাকে ভোট দিতে হবে তাদের নাম লিখে একটা তালিকা ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই তালিকাটা শিবিরের পার্থীর।

শুধু তাই নয় শিবিরের স্বতন্ত্র নামে প্রার্থী তালিকাও তুলে দেওয়া হচ্ছে।

এক ফেসবুক পোস্টে তিনি দুটি তালিকার ছবি প্রকাশ করেছেন। একটি কেন্দ্রীয় সংসদের, অন্যটি হল সংসদের।

উমামার বক্তব্য অনুযায়ী, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটকেন্দ্রের বাইরে এসব লিফলেট বিতরণ করা হচ্ছে। তালিকার এক পাশে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের নাম এবং অপর পাশে স্বতন্ত্র প্রার্থীদের নাম দেওয়া আছে।

তিনি আরও অভিযোগ করেন, গুঞ্জন রয়েছে বুথের ডেস্কের নিচেও এই তালিকা রাখা হয়েছে। এ ছাড়া অন্যান্য কেন্দ্রেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেছে অন্য কেন্দ্রেও।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *