ঢাকা: পাকিস্তানি এই রাজাকাররা সারা দেশে অবাঞ্ছিত হচ্ছে। দেশ ধ্বংসের কারিগররা গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ’ স্লোগান দিয়ে টিকতে পারেনি। অবশেষে সেনাবাহিনীর ঘেরাটোপে বাড়ি ফিরতে পেরেছে।
এইবার অবাঞ্ছিত ঘোষণা হলো বরিশালে। হাসনাত আর সারজিসকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
বরিশালে কারিগরি শিক্ষার্থীরা এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলমকে (উত্তরাঞ্চল) অবাঞ্ছিত ঘোষণা করেছেন।
শিক্ষার্থীরা জানান, এই দুই নেতা কারিগরি শিক্ষার্থীদের ন্যায্য দাবির বিরোধিতা করছেন।
বুধবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা নগরের চৌমাথায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন।
অবরোধ শুরুর আগে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে চৌমাথায় পৌঁছান।
সেখানে তাঁরা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করেন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক মাহফুজুল আলম মিঠু বলেন, “হাসনাত ও সারজিস শিক্ষার্থীদের সাত দফা ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাই তারা যদি কখনো বরিশালে প্রবেশ করেন, শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলবে।”