ঢাকা: অশান্ত, অগ্নিগর্ভ বাংলাদেশ। যেসব ঘটনা ঘটানো হচ্ছে দেশে তাতে গা শিউড়ে ওঠে। তবে নীরব অন্তর্বর্তী সরকার।
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক চাপ বেড়ে চলেছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কয়েকজন প্রভাবশালী সদস্য।
এক দীর্ঘ চিঠিতে প্রধান উপদেষ্টাকে বলেছেন, নির্বাচন অবশ্যই অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। কোন একটি দলকে বাদ দিয়ে যথার্থ নির্বাচন হতে পারে না। আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়াকে সমর্থন করেননি তাঁরা।
তাঁরা আবেদন জানান, আওয়ামী লীগের ওপর থেকে যেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
তাঁরা বলেন, বাংলাদেশের নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নিতে দেওয়া উচিত।
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
স্থানীয় সময় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাংকিং মেম্বার প্রতিনিধি গ্রেগরি ডব্লিউ মিকস এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাবকমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা ও র্যাংকিং মেম্বার সিডনি কামলেগার ডোভ প্রধান উপদেষ্টার কাছে এই বিষয়ে চিঠি পাঠান। এতে আরও সহস্বাক্ষর করেন কংগ্রেস সদস্য জুলি জনসন ও টম সুয়োজি।
তাঁরা বলেন, আইনের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অপরাধ বা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কোনো একটি রাজনৈতিক দলের সব কার্যক্রম নিষিদ্ধ করা এসব মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
