ঢাকা: ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য দুঃখের খবর। যুক্তরাষ্ট্র সরকার সাম্প্রতিক এক নির্দেশনায় বিশ্বের সব দেশস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস ও কনস্যুলেটগুলোকে নতুন শিক্ষার্থী (F ও M ক্যাটাগরি) ভিসার সাক্ষাৎকার স্থগিত করতে বলেছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা যাচাই বাছাই প্রক্রিয়া আরও কঠোর করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের চলাফেরা ও যোগাযোগের ইতিহাস সব কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। অর্থাৎ তারা কোথায় কী করছে এটি খুব ভালোভাবে দেখা হবে।
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি সুখবর নয়।আমেরিকায় পড়াশোনা করতে ইচ্ছুক বিদেশি পড়ুয়াদের জন্য এটি দুঃসংবাদ।
তবে কেন হঠাৎ এই পদক্ষেপ? সূত্রের খবর, আমেরিকায় পড়াশোনা করতে ইচ্ছুক বিদেশি পড়ুয়াদের সোশ্যাল মিডিয়া যাচাইয়ের কথা বিবেচনা করার জন্যেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সময়ের মধ্যে তারা আবেদনকারীর সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল পোস্টগুলো পরীক্ষানিরীক্ষা করে দেখবে- তারা আসলে কী ধরনের পোস্ট দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাঁদের যোগাযোগ কোথায় কোথায়!