ঢাকা: গত দুই দশকে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির সূচকে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাবে বাংলাদেশ। এবং এখানে বিনিয়োগ এখন এক দশকের মধ্যে সর্বনিম্ন।

এমন হতাশার কথাই শোনালো বিশ্বব্যাংক।

চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৩ শতাংশে নেমে আসতে পারে।

বিশ্বব্যাংকের মঙ্গলবার প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট’ বা ‘বিশ্ব অর্থনৈতিক সম্ভাবনা’ শীর্ষক প্রতিবেদনে এই পূর্বাভাস দেয়া হয়েছে।

জিডিপি কমে যাওয়ার মূল কারণ চিহ্নিত করা হয়েছে- রাজনৈতিক অস্থিরতা, কাঁচামাল পণ্যের আমদানি খরচ বেড়ে যাওয়া, মূল্যস্ফীতি ইত্যাদি ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *