ঢাকা: পিআর পদ্ধতি দাবি জানানো রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘কিছু রাজনৈতিক দল পিআর প্রমোট করে। তারা পণ করে বসে আছে, এটা ছাড়া আমরা নির্বাচনে যাব না।’

কিন্তু দেশের মানুষ আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর বোঝেই না, সুতরাং পিআর চিন্তাভাবনা থেকে দূরে সরে যেতে হবে।

এর আগে সালাহউদ্দিন আহমেদ বলেন, একটা দল বলছে জনগণ পিআর চাই। জনগণ পিআর কি জানে? জনগণ কখনো পিআর পদ্ধতিতে ভোট দিয়েছে? তাহলে জনগণ চাইবে কিভাবে?

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের মানুষ তো এখনো ঠিকমতো ইভিএম-ই বোঝে না, তারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) বুঝবে কী করে?’

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গতকাল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই প্রশ্ন রাখেন।

‘মরহুম শফিউল বারী বাবু স্মৃতি সংসদ’ আলোচনা সভাটির আয়োজন করে।

কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না বলে পণ করে বসে আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘নতুন নতুন চিন্তা আসছে।

সেগুলোর সঙ্গে আমাদের দেশ, জাতি ঠিক পরিচিত নয়। এ ব্যাপারে আমি কমেন্ট করব না। তবে একটা কমেন্ট করতে চাই—এই যে পিআর বা আনুপাতিক হারে প্রতিনিধি, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলে পিআর কী জিনিস ভাই?

যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, বোঝে না ঠিকমতো। তারা পিআর বুঝবে কী করে? এ চিন্তাভাবনা থেকে দূরে সরে যেতে হবে।’

তিনি বলেন, ‘যেন প্রতিনিধিত্ব থাকে, সেই সংসদ নির্বাচনের ব্যবস্থা করেন। তাহলেই সমস্যাগুলো সমাধান হবে। না হলে হবে না। বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তাভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না।’

অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে সংস্কারকাজগুলো শেষ করা এবং জুলাই সনদ ঘোষণা করতে মির্জা ফখরুল আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *