ঢাকা: সবুজ পাসপোর্টে ভিসা পেতে কেন এত জটিলতা? সেটা এতদিনে ভোগান্তির শিকার হয়ে বুঝে গিয়েছেন দেশের নাগরিকরা।
বাইরের দেশগুলো বাংলাদেশকে মোটেও সুনজরে দেখছে না। বাংলাদেশি পাসপোর্টে অন অ্যারাইভাল ভিসা পাওয়াও মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর পেলেও হাজার হাজার সন্দেহজনক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।
এখন এই বিষয়ে নাকি উদ্বিগ্ন পররাষ্ট্র উপদেষ্টা! তবে উদ্বিগ্ন হয়ে কী করতে পারবেন? এদের তো চরিত্র পাল্টাবে না।
বাংলাদেশকে যেমন সুন্দর শান্ত একটা রাষ্ট্রে পরিণত করেছিলেন শেখ হাসিনা এই এক বছরে তার কিছু অবশিষ্ট নেই! ইউনূসের ক্ষমতা দখলের পর সব শেষ।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের বিভিন্ন দেশের ভিসা পাওয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সে বিষয়ে সরকার ‘সচেতন ও উদ্বিগ্ন’ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
এগুলো মিথ্যা ভাষণ জনগণ আর খায় না। জনগণ বলছে, তারা অতিষ্ঠ।
ভিসা আবেদন প্রক্রিয়ার দুর্বলতা নিয়ে তিনি বলেছেন, আমরা খুব বেশি ফেক (ভুয়া) কাগজপত্র দাখিল করি। তুলনামূলকভাবে আমাদের ইরেগুলার মাইগ্রেশনে যাওয়ার সংখ্যা বেশি। রেপুটেশনেরও প্রশ্ন আছে। এজন্য ভিসা জটিল হয়ে গেছে। আমাদের ঘর গোছাতে হবে। তবেই এ সমস্যার সমাধান হবে।
উপদেষ্টা বলেন, ভিসা নিয়ে দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। উন্নত রাষ্ট্রগুলোয় বাংলাদেশি শিক্ষার্থীদের যাওয়ার হার নিয়েও কাজ চলছে।
বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভিসা জটিলতা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, আমি নিজেও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। আমরা এটি সরকারি পর্যায়ে আলোচনা করেছি।
তিনি বলেন, ভিসা দেওয়া কোনো দেশের বাধ্যবাধকতা নয়, বরং এটি তাদের ‘সুবিধা’।
আমরা অনেক সময় নকল বা ভুয়া নথি দাখিল করি, যা ভিসা প্রক্রিয়াকে জটিল করে তোলে।
