ঢাকা: জুলাইয়ের ভয়াবহ হত্যাকাণ্ড থেকে মূল ঘাতকদের রক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে ইন্ডেমনিটি।

জুলাই হত্যাকাণ্ডে জড়িত ছিল বিএনপি-জামাত, বৈষম্যবিরোধী ছাত্র নামধারী সশস্ত্র গোষ্ঠী এবং হিযবুত তাহেরী, লস্করি তৈয়্যাবা, হরকাতুল জেহাদ চরমপন্থী সংগঠন।

এখন তাদের বিচারের বদলে তাদেরই পুরস্কৃত করা হচ্ছে‌।

তবে এখন জুলাই সনদকেই রাজনৈতিক অস্ত্র বানানো হয়েছে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়ার জন্য।

নির্বাচন পিছিয়ে গেলে অবৈধ ইউনূস ক্ষমতায় থাকবে এবং পর্দার আড়ালে রাষ্ট্র চালাবে এনসিপি, জামাত।

জুলাই সনদ প্রশ্নে আজই আলোচনা শেষ করতে চান, জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

তিনি বলেছেন, ‘আমরা আশা করছি, আজকের মধ্যে সব বিষয়ে নিষ্পত্তি করে আলোচনা শেষ করতে পারব। যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো এবং যেসব বিষয়ে ভিন্নমত থাকবে, সেগুলোর তালিকা আপনাদের জানানো হবে।

সেই ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ দলিল তৈরি করা হবে এবং সকল দলের স্বাক্ষরের মাধ্যমে তাকে চূড়ান্ত রূপ দেওয়া হবে।

আমরা আজকের মধ্যেই নিষ্পত্তির জায়গায় পৌঁছাতে চাই। আজকের আলোচনার পরেই আমরা চূড়ান্ত তালিকা তৈরি করে আপনাদের জানাব এবং আশা করি, সবাই তাতে স্বাক্ষর করবেন। এটাই আমাদের আজকের উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্য পূরণেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

বৃহস্পতিবার (৩১ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২৩তম দিনের সূচনা বক্তব্যে এই কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, ‘সনদের টেক্সট নিয়ে ইতোমধ্যে আপনাদের পরিবর্তন, সংশোধন বিষয়ক মতামতগুলো আমরা পেয়েছি এবং তা প্রতিফলনের ভিত্তিতে চূড়ান্ত টেক্সট তৈরি করছি।

‘সনদের দুটি দিক রয়েছে- একটি হচ্ছে পটভূমিসহ আমরা কী কী বিষয়ে একমত হয়েছি এবং অপরটি হচ্ছে ভবিষ্যতে আবার আলোচনায় বসার প্রতিশ্রুতি।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *