ঢাকা: এনসিপি এবং বিএনপির এখন ক্ষমতার দ্বন্দ্ব! ধানের শিষ ভার্সাস শাপলা!

মির্জা ফখরুল ক্ষেপে লাল এখন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা কারও মার্কায় হাত দেইনি। তাহলে আমাদের ধানের শীষ নিয়ে টানাটানি কেন?’

‘শাপলা মার্কা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে’ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘ধানের শীষকে আটকে দেওয়ার চেষ্টা চলছে।’

শুক্রবার (১০ অক্টোবর) ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে শহীদ নাজিরউদ্দিন জেহাদের শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় কথাগুলো বলেন বিএনপি মহাসচিব।

উল্লেখযোগ্য যে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) শাপলা প্রতীক বিষয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক করেন এনসিপি নেতারা।

পরে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের সামনে দুটো পথ খোলা আছে—হয় শাপলা প্রতীক দিতে হবে, অন্যথায় প্রতীকের তালিকা থেকে ধানের শীষ, সোনালি আঁশ বাদ দিতে হবে।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে কিছু কিছু ব্যক্তি বা দল হুমকি দিচ্ছেন, তাদেরকে অমুক মার্কা দেওয়া না হলে, আমাদের ধানের শীষ প্রতীকও বাদ দিতে হবে। আমরা তো কারও মার্কা নিয়ে কথা বলিনি। তাহলে, আমাদের ধানের শীষ নিয়ে টানাটানি কেন?’

তিনি বলেন, ‘কাকে কোন মার্কা দেবে সেটা নির্ভর করবে ইসির সিদ্ধান্তের ওপর। সেখানে বিএনপির তো কিছু করার নেই।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *