ঢাকা: নীলা ইসরাফিল এখন বিভিন্ন বিষয় নিয়েই পোক্ত ভাবে মুখ খুলছেন।

সারজিস আলম, আসিফ মাহমুদ কাউকে ছেড়ে কথা বলছেন না। তবে দেশ বিনষ্টের দায় কেউ এড়াতে পারবে না, পারবেন না নীলাও।

তিনি প্রশ্ন তুলেছেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইলেকশন করলেন না কেন??

উত্তরটা খুব সোজা। ভোটে নামলে হিসাব দিতে হয়, আর কিছু হিসাব নির্বাচন কমিশনের কানে যাক সেটা বোধহয় তিনি চান না।

লিখেছেন সারজিস আলমকে নিয়ে।

“রাজনীতির নতুন সূত্র
ক্ষমতা + টাকা = নীতি শূন্যতা
এই সূত্রটা প্রথম প্রমাণ করেছেন সারজিস আলম।

ল্যাবরেটরি ছিল রাজনীতি, রাসায়নিক উপাদান ছিল দেড় কোটি টাকা,আর ফলাফল কাউয়া কাদেরের নিরাপদ প্রস্থান। এই তথ্যটা কে দিল? কোনো গবেষণা প্রতিষ্ঠান না দিয়েছে স্বয়ং ইবলিশ (ওরফে ইলিয়াস হোসেন)। এবং মজার ব্যাপার, ইবলিশ যখন কিছু বলে,
ওটা মিথ্যা হলেও মানুষের মনে প্রশ্ন জাগে
“এত কনফিডেন্স আসে কোথা থেকে?”

এখানে সারজিস আলমকে নিয়ে ভুল বোঝার কিছু নেই। উনি রাজনীতিবিদ না, উনি লজিস্টিকস ম্যানেজার।
কে থাকবে, কে যাবে,
কে পালাবে, কে বাঁচবে
সবই নির্ভর করে পেমেন্ট কনফার্মেশনের ওপর।

যারা সারাদিন রাজাকার রাজাকার বলে গলা ফাটায়,
তারাই রাতে এক্সেল শিট খুলে দেখে
“রাজাকারটা থাকলে কত আসবে?”
দেশপ্রেম এখানে আবেগ না, লেনদেনভিত্তিক সেবা।
সবচেয়ে হাস্যকর অংশটা কী জানেন?
এরা নিজেদের বলে “নৈতিক রাজনীতির নতুন ধারা”।
মানে
খুনিরা খুন করবে,
পালাবে টাকা দিয়ে,
আর নৈতিকতা ফেসবুক স্ট্যাটাসে পোস্ট হবে।

উপসংহার (Conclusion) এই দেশে আর বিশ্বাস ভাঙে না, এটা ক্যাশে কনভার্ট হয়। আর যারা এই কনভার্সন চালায়, তারা নেতা না চলমান এটিএম মেশিন।

শেষ কথা (Public Disclaimer)
তুই একটা চোর,
আমি একটা চোর
পার্থক্য শুধু এতটুকু,
ইবলিশ + জুলাই সার্ভিস আলম = সংগঠিত চুরি।
হাসেন। কারণ কাঁদলে ওরা সার্ভিস চার্জ বসাবে।

যতক্ষণ সাপ কামড় না দেয়, ততক্ষণ সাপখেলা দেখতে বেশ মজাই লাগে। কামড় দিলে তখন আর খেলাও থাকে না, থাকে শুধু বিষ আর আফসোস। তাই নাহ সারভিস ভাই”?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *