যশোর: পিটিয়ে মারা সহজ এখন! ইউনূস আর প্রশাসনের প্রশ্রয়ে হত্যাকারীর আর ভয় নেই। আইন নেই তো ভয় কিসের? পুলিশের সামনেই মব করে মেরে ফেলে দেয়া হচ্ছে, পুলিশ নির্বাক।

এবার যশোরের কেশবপুরে তারেক সরদার (২৫) নামে এক যুবককে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার গৌরীঘোনা এলাকার বিলের মধ্যে থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তারেক সরদার পেশায় টিউবওয়েল মিস্ত্রি ছিলেন।

ঐ লাশ উদ্ধার করাই পুলিশের কাজ! বাঁচানো নয়। ঘটনায় একজনকেও ধরতে পারেনি পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *