ঢাকা: বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

তবে সন্দেহ প্রকাশ করেছে দেশের জনগণ।

তাঁরা বলছেন, ‘তিনি কি পাঁচ ওয়াক্ত নামাজ বরাবর কায়েম করেন কিনা তাও তো সন্দেহ – তিনি আসলে কি জুম্মার নামাজ পড়েন কি বরাবর?

দু একবার হজ করছেন কিনা তাও তো সন্দেহ। সেই জায়গায় বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকা ইউনূস কিভাবে হন”?

তাঁরা আরো লিখছেন, ‘মাথায় টুপি কই? সুন্নতি পোশাক কই? কোন মসজিদে নামাজ আদায় করে হজ কয় বার পালন করেছেন’?

উল্লেখযোগ্য যে, জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (RISSC) প্রকাশিত “দ্য মুসলিম ৫০০: মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৬” তালিকায় ইউনূস ৫০তম স্থানে রয়েছেন।

তালিকায় ড. ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০২৬ সালের সংস্করণে শীর্ষ স্থানে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।

এবং দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের ইসলামি স্কলার মুফতি শেখ মুহাম্মদ তাকি উসমানি, তৃতীয় স্থানে রয়েছেন ইয়েমেনি সুফি আলেম শেখ হাবিব উমর বিন হাফিজ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *