ঢাকা: রাজনীতি একটি রাষ্ট্রের চালিকা শক্তি, যা জনগণের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। সঠিক নেতৃত্ব, নীতিনৈতিকতা ও গণতান্ত্রিক মানসিকতা ছাড়া একটি জাতি এগিয়ে যেতে পারে না। তবে দুর্ভাগ্যজনকভাবে অনেক সময় রাজনীতি হয়ে ওঠে স্বার্থপরতা, দুর্নীতি আর ক্ষমতার খেলা।

প্রত্যাশার পাহাড় মাথায় নিয়ে ক্ষমতায় আসা ডক্টর ইউনূস সরকার জনগণকে হতাশার সাগরে হাবুডুবু খাওয়াচ্ছেন!কতটুকু অর্জন হয়েছে জানা নেই, অর্জনের চেয়ে ব্যর্থতা বেশি, বিপ্লব পরবর্তী দেশে অগ্রাধিকার ভিত্তিক কাজের অগ্রগতি কচ্ছপ গতিতে চালিয়ে অনেকটা আই ওয়াস করে জনগণকে হতাশার সাগরে নিমজ্জিত করা হচ্ছে!সংস্কার সংস্কার খেলা করে মূল্যবান সময় নষ্ট করা হচ্ছে।

বাংলাদেশের জন্য মোটেও সুখকর সময় নয় এটি। দেশটাকে একদম নিজের হাতে ধ্বংসের মুখে ঠেলে দিলেন মুহাম্মদ ইউনূস। যেদিকেই তাকানো যায় যেন সাগর শুকিয়ে যাচ্ছে। চারদিকে শুধু এলোমেলো ভাব।

এখন দেশ লুটপাটকারীদের নিরাপদে টাকার বিনিময়ে দেশ থেকে পালাতে সাহায্য করে যে মহাকর্ম সম্পাদন করা হচ্ছে সেটাকে ন্যায় দেখাতে মাঝেমধ্যে নাটক করা হয়, সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে আনা হয় কখনো নুসরাত ফারিয়াকে কখনো আওয়ামী লীগের নেতা কর্মীদে

বাংলাদেশে বর্তমানে যে ‘গণমামলা’ ও ‘গণআসামি’ নামক ঘৃণ্য প্রক্রিয়া চলছে, তা শুধু আইন ব্যবস্থার অপব্যবহার নয়, এটি রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রাতিষ্ঠানিক রূপ। যারা কোনো ঘটনার সময় ছিলেন না তাদের নামেও মামলা করা হচ্ছে, জেলে ঢুকানো হচ্ছে। এর পেছনে তো দালালচক্র আছেই। সংবিধান, মানবাধিকার, আইনের শাসন—এই সব শব্দ এখন দেশের শাসনকাঠামোর কাছে মূল্যহীন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *