যে দিনটিতে এ মনোবেদনা প্রকাশ করছি সেদিনটি একটি অনন্য দিন। অনন্য বলছি এ কারণে যে- আজ এই বঙ্গে জন্ম নিয়েছিলেন বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। আপনাদেরকে নিশ্চয়ই আর কে এই প্রীতিলতা ওয়াদ্দেদার তা নতুন করে পরিচয় দিতে হবেনা। যে প্রীতিলতা ব্রিটিশ শাসন শোষন অত্যাচারের বিরুদ্ধে দেশ মাতৃকাকে মুক্ত করার জন্য অপরিসীম সাহসের সাথে নেতৃত্ব দিয়েছিলেন সেই ত্রিশের […]