ঢাকা: আসামসহ ভারতের অন্যান্য রাজ্যগুলোতে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অভিযান চলছে।
বিগত কয়েকমাসে প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়েছে, যারা ঠিকমতো নিজেদের কাগজপত্র দেখাতে পারেনি। তাছাড়া এখন শুরু হয়েছে এস আই আর। পশ্চিমবঙ্গ থেকে পিলপিল করে অবৈধভাবে ভারতে যাওয়া বাংলাদেশীরা ফিরে আসছে। কারণ তাদের ভোটার তালিকায় কোনো নাম নেই। অবৈধ অনুপ্রবেশকারী তারা।
এদিকে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার ভোররাতে এক্স (X)-এ ঘোষণা করেন, “Mission ‘Return Ticket’ completed before sunrise!” অর্থাৎ সূর্য ওঠার আগেই ‘রিটার্ন টিকিট’ মিশন সম্পূর্ণ।
তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররাতে ২টা ১৫ মিনিটে মোট ১৯ জন বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ১৪ জন শ্রীভূমি এলাকার এবং ৫ জন আসামের কাছাড় জেলার বাসিন্দা ছিলেন।
তাদের মহিষাসন সীমান্ত চৌকির (Mahishasan BOP) মাধ্যমে বিএসএফ এবং অসম পুলিশের যৌথ উদ্যোগে দেশে ফেরানো হয়েছে।
হিমন্ত বিশ্ব শর্মা পোস্টে পরিষ্কার লিখেছেন, “At 2:15 AM, 19 Bangladeshi nationals (14-Sribhumi, 5-Cachar) were escorted back home via Mahishasan BOP — courtesy of Assam Police & BSF’s teamwork. No OTT suspense here — just swift action, border edition!”
