ঢাকা: প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক। শ্রাবণীর মৃত্যুতে টলি পাড়ায় শোকের ছায়া পড়েছে।
সোমবার সকাল ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রাবণী।
ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। শ্রাবণীর মৃত্যুতে পরিচালক বাবু বণিক লিখলেন, ”কিছু পরিচয় কাজের সূত্রে হয়,কিন্তু সেই পরিচয় যখন কোনও চাওয়াপাওয়া, বা কোনও শর্ত বা কোনও স্বার্থ ,সবকিছু ছাড়িয়ে একটা অন্য মাত্রা নেয়। দুটো পরিবারকে অদৃশ্য সুতোয় বেঁধে ফেলে, সেটাকেই বোধ হয় প্রকৃত বন্ধুত্ব বলে। আজ শ্রাবণীকে হারিয়ে আমি,আমার পরিবার, আমরা সবাই বাকরুদ্ধ। চিরকাল কেউ থাকে না। কিন্তু শ্রাবণী যে এত তাড়াতাড়ি চলে যাবে…. বিশ্বাস করতে পারছি না। শুনেছি ,আত্মার কোনও মৃত্যু নেই। তাই ওঁর আত্মার শান্তি কামনা করি।”
শ্রাবণীর ক্যান্সার হয়েছিলো। তিনি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন, তবে চিকিৎসার অর্থও ছিল না।
মারণ ক্যানসারের সঙ্গে লড়াই করার জন্য অভিনেত্রীর প্রয়োজন ছিল লক্ষ লক্ষ টাকা। উপায় না পেয়েই শেষে সোশাল মিডিয়ার হাত ধরে বন্ধু-বান্ধব, সহকর্মী এবং অনুরাগীদের কাছে সাহায্য চায় অভিনেত্রীর পরিবার।
অভিনেত্রীর ছেলে লিখছিলেন, মাকে বাঁচানোর জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সাহায্য করুন।
তবে তাঁর আর টাকার প্রয়োজন নেই। জীবনের মায়া কাটিয়ে চলে গেলেন পরপারে।
ছোটপর্দায় বহু বছর ধরে কাজ করেছেন শ্রাবণী বণিক। ‘গোপাল ভাঁড়’, ‘রাঙাবউ’, ‘মালাবদল’, ‘সোহাগ চাঁদ’, ‘কে আপন কে পর’, ‘আলো ছায়া’—একাধিক জনপ্রিয় ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে দেখা গেছে তাঁকে। ‘ভুতু’র মতো মেগা সিরিয়ালেও তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে।
