ঢাকা: ভারত বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন আরো বেড়েছে। সম্প্রতি কিছু বিজ্ঞ নেতার মন্তব্য নিয়ে ভারত আরো সজাগ হয়েছে।
মৌলবাদীদের উস্কানিতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারত বিদ্বেষ চরমে পৌঁছেছে। একে যতই অপপ্রচার বলুন ইউনূস, যতই ঢাকা দেয়ার চেষ্টা করুন, মাছ নড়েচড়ে।
এদিকে, দু’দেশের সম্পর্কে ইচ্ছাকৃতভাবে বিষ ঢেলে চলেছে কিছু নেতা। সেভেন সিস্টার্স নিয়ে আবার হুমকি দিতে শোনা গিয়েছে হাসনাত আব্দুল্লাহকে।
আজ, বুধবার বিকেলে ঢাকায় অবস্থিতি ভারতীয় হাই কমিশন অভিযানের (মার্চ টু হাইকমিশন) ডাক দিয়েছে তথাকথিত ‘জুলাই যোদ্ধা’রা।
এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত।
বুধবার দুপুরে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বিদেশ মন্ত্রকে ডেকে পাঠানো হয়। এবং কড়া ভাষায় কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি।
ভারত ঢাকায় নিজেদের হাইকমিশনারকে পাঠিয়ে সাম্প্রতিক হুমকি এবং কিছু বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তির ভারতবিরোধী উসকানিমূলক বক্তব্যের জন্য আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর মন্তব্যের কারণে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে।
তিনি এক জনসভায় ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর জন্য ব্যবহৃত ‘সেভেন সিস্টার্স’ শব্দটি উল্লেখ করে দেশ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন।
তিনি দাবি করেছেন, যদি বাংলাদেশ অস্থিতিশীল হয়, তাদের দল উত্তর-পূর্ব বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেবে।
