ঢাকা: দুবাই ঘুরে আর আনা সম্ভব নয়, তাই ভারত থেকে সরাসরি আপেল আমদানি শুরু করলো বাংলাদেশ।

টানা ৮ বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আপেল আমদানি শুরু হয়েছে। যারা ভারত বিরোধিতায় মেতে থাকেন, তাঁরা খাবেন তো এই আপেল?

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ আট বছর পর ভারত থেকে ২৫ টন ৩৩২ কেজি আপেল আপেল আমদানি করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর ) বিকেল ভারত থেকে আপেল বোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই আমদানি শুরু হয়।

চট্টগ্রামের খাজা আজমেরী ট্রেডার্স নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের কাশ্মীর থেকে আপেলগুলো আমদানি করে। প্রথম দিন আমদানি করা হয়েছে ২৫ টন ৩৩২ কেজি আপেল।

আমদানিকারকের প্রতিনিধি ও কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট শাহিনুর ইসলাম বলেছেন, ‘হিলি স্থলবন্দর আমদানিকারক ব্যবসায়ীদের কাছে খুবই গুরুত্ব বহন করে। কারণ যে কোনো পণ্য আমদানি করে বন্দর থেকে বিক্রি করার সুবিধা থাকায় এক সময় সব ধরনের পণ্য আমদানি হতো এ বন্দর দিয়ে।

তবে নানা কারণে দীর্ঘদিন থেকে ফলসহ অনেক পণ্যই আমদানি হয়নি। যেহেতু দীর্ঘদিন পর আজ আপেল আমদানি হয়েছে আমরা আশা করছি অন্যান্য পণ্য আমদানি হবে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *