ঢাকা: দিল্লী না ঢাকা। চাপা বাজি সব ফাঁকা। এতদিন শোনা যাচ্ছে ভারত থেকে কিছু লাগবে না,এখন দেখা যাচ্ছে সব উল্টা। তা পাকিস্তান থেকে কি এই বিদ্যুৎ আমদানি করা যেত না? নাকি পাকিস্তান শুধু জঙ্গী দেয়?
মূলত একটা রাষ্ট্র চালানো আর গ্রামীণ ব্যাংক চালানো এক কথা নয়। মুখে অনেক কথা বলা যায় বাস্তবতা অনেক কঠিন।
ভারত থেকে চাল, ডাল, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি বন্ধ করা এখন কেবল সময়ের দাবি।
ভারত ছাড়া গতি নাই। কারা যেন বলেছিল ভারতের সাথে সবগুলো গোলামী চুক্তি হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত একটি চুক্তিও বাতিল করা হলো না।
চাহিদা বেড়েই যাচ্ছে, বিদ্যুৎ নেই। মেটাবে কী দিয়ে ইউনূস? অবশেষে ভারত থেকে বিদ্যুৎ আমদানির পরিমাণ বাড়াচ্ছে বাংলাদেশ। সেইসঙ্গে দেশের তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হচ্ছে।
বাংলাদেশে ভারতের বিদ্যুৎ আসছে প্রধানত আদানি পাওয়ারের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে।
এ বছরের জুলাই পর্যন্ত সাত মাসে ভারত থেকে বিদ্যুৎ আমদানি ৭০ শতাংশ বেড়েছে। ক্রমবর্ধমান চাহিদার বেশিরভাগ মেটানো হচ্ছে আদানির বিদ্যুৎ থেকে।