ঢাকা: ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্সকে বাংলাদেশ নৌবাহিনীর জন্যে একটি ওশান-গোয়িং টাগ বোট নির্মাণের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ নৌবাহিনী।

উল্লেখযোগ্য যে, টাগবোটটি নির্মাণের মূল্য ধরা হয়েছিল প্রায় ২১ মিলিয়ন মার্কিন ডলার।এবং বাংলাদেশের সাথে ভারতের এই চুক্তিটি হয়েছিল ২০২৪ সালের ১ জুলাই, ঠিক সেসময় যখন বাংলাদেশে ছাত্র আন্দোলন দানা বাঁধতে শুরু করেছিল। এই আন্দোলনের পরিণতি নয় মাস পর দেশবাসী প্রত্যক্ষ করছে। তবে কেন এটি বাতিল করা হলো এ ব্যাপারে কোনো ব্যাখ্যা বাংলাদেশের তরফে দেওয়া হয়নি।

ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে একদম তলানিতে ঠেকেছে। পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে বাংলাদেশ। তবে ভারতের সঙ্গে বরাবরই সুসম্পর্ক বজায় রাখতেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জেরে বাংলাদেশের একাধিক উন্নয়নমূলক কাজে সাহায্য করেছে একাধিক ভারতীয় সংস্থা। এবং ২০২৪ সালের ১ জুলাই জাহাজ তৈরির বরাত পেয়েছিল গার্ডেনরিচ শিপবিল্ডার্স। শেখ হাসিনার গদিচ্যুতির পর বাংলাদেশ এভাবেই বারংবার নিজের পায়ে নিজে কুড়াল মারছে।

ছাত্র আন্দোলনের চাপের মুখে ২০২৪ এর ৫ অগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। দেশ ছাড়তে বাধ্য হন তিনি। মুহাম্মদ ইউনূস দায়িত্বে আসার পরই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি হয়। বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান উঠে। শুধু তাই নয়, মুহাম্মদ ইউনূস ভারতের উত্তর-পূর্ব ভারত নিয়ে উল্টোপাল্টা মন্তব্যের পর দুই দেশের সম্পর্ক আরো খারাপ হয়।

তারপরই ভারতের স্থলবন্দর দিয়ে একাধিক বাংলাদেশি পণ্যের আমদানি বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফল, তুলো, সুতো, প্লাস্টিকের পণ্য সহ বহু সামগ্রী কোনও স্থলবন্দর দিয়েই বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে পারবে না। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই পদক্ষেপে লোকসানের মুখে পড়েছে ইউনূস সরকার।মনে করা হচ্ছে, প্রতিশোধ নিতে বাংলাদেশ গার্ডেনরিচ শিপবিল্ডার্সের এই অর্ডার বাতিল করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *