ঢাকা: উত্তপ্ত বাংলাদেশ। ভারত বিরোধিতায় উত্তাল হয়ে উঠেছে আগে পিছু চিন্তা না করেই। ঝুঁকেছে পেয়ারে পাকিস্তানের দিকে।
এমন পরিস্থিতিতে নয়াদিল্লির সঙ্গে সংঘাত আরও বাড়াল দেশ। এবার ভারতীয়দের জন্য পর্যটক ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করল জঙ্গী মহম্মদ ইউনুসের অন্তবর্তী সরকার। ভারতীয় বিদেশমন্ত্রকের একটি সূত্রে এমনটাই জানা গিয়েছে।
এতে ভারতীয়দের কী খুব বেশি ক্ষতি হবে? বাংলাদেশে না এলে ভারতের কী যাবে আসবে? ভারতে যা পর্যটন ক্ষেত্র রয়েছে তাতে বাংলাদেশে আসার মনে হয় প্রয়োজন নেই কোনো ভারতীয়র।
বরং ভারতে যাবার প্রয়োজন আছে বাংলাদেশের। অথচ জঙ্গী ইউনূস বিরোধ বাড়াচ্ছে!
যদিও বলা হচ্ছে ভারতীয়দের নিরাপত্তার কথা!
আদৌ কী নিরাপত্তা? কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে আসলে ভারত-বিরোধিতার আগুনে ঘি ঢালছেন ইউনুস।
আপাতত অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভিসা পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কবে থেকে ফের ভিসা দেওয়া হবে, তার উত্তর নেই সরকারের কাছে।
জানা গিয়েছে, ভারতীয়দের একমাত্র স্টুডেন্ট ভিসা ও বিজনেস ভিসা দেওয়া হবে। পর্যটক ভিসা দেওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
উল্লেখযোগ্য যে, দিল্লিতে বাংলাদেশ দূতাবাস এবং আগরতলায় উপদূতাবাস থেকে আগেই পর্যটক ভিসা দেওয়া বন্ধ করা হয়েছিল।
এদিকে, বর্তমানে মুম্বই, আসামের গুয়াহাটি এবং চেন্নাইতে বাংলাদেশ দূতাবাস খোলা ছিল। কলকাতার উপদূতাবাস থেকেও পাওয়া যাচ্ছিলো। পর্যটক ভিসা।
বুধবার থেকে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
