আজ অমরপুর মহকুমা সচেতন নাগরিক সমাজের ব্যানারে প্রায় ১,০০০ বিক্ষোভকারী ত্রিপুরার গোমতী জেলার অমরপুরে বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রী ড. মাণিক সাহার কাছে স্মারকলিপি পেশ করেন।

এতে বাংলাদেশের সশস্ত্র গোষ্ঠী Parbattyo Chattagram Jana Samhati Samiti (PCJSS) – সন্তু লারমা নেতৃত্বাধীন গোষ্ঠীকে রাজ্য থেকে বিতাড়নের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বিক্ষোভকারীরা বলেন, “বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ একটি অত্যন্ত গুরুতর সমস্যা।

যদিও বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা নিয়মিত ত্রিপুরায় ঢুকছে, তবে সবচেয়ে সংগঠিতভাবে অবৈধ অনুপ্রবেশ ঘটাচ্ছে Parbattyo Chattagram Jana Samhati Samiti (PCJSS) – সন্তু লারমার নেতৃত্বাধীন দলটি।

বাংলাদেশের এই PCJSS-এর প্রকাশ্য নেতা ও ক্যাডাররা ত্রিপুরায় স্থায়ী হচ্ছে এবং তাদের সশস্ত্র ক্যাডাররা সীমান্তবর্তী এলাকায় ক্যাম্প স্থাপন করেছে।

৩ জুন ২০২৫ তারিখে, সন্তু গোষ্ঠীর ১৩ জন সদস্যকে হাপনিয়া, আগরতলা থেকে গ্রেফতার করা হয়েছিল, যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছিল। এই ঘটনাই তাদের অনুপ্রবেশের ব্যাপকতা প্রমাণ করে।”

বিক্ষোভকারীরা আরও বলেন, “PCJSS (Santu) গোষ্ঠীর সদস্যরা সরাসরি অবৈধ মাদক পাচার, বার্মিজ সিগারেট চোরাচালান, গরু পাচার এবং অস্ত্র চোরাচালানে জড়িত।

PCJSS (Santu) বাংলাদেশ ছাড়াও পাকিস্তানের ISI-এর কাছ থেকেও আর্থিক ও রাজনৈতিক সহায়তা পাচ্ছে।”

আগরতলা শহরের নন্দন নগর ও নাগিচরায় বসতি গড়ে তোলার পাশাপাশি, PCJSS (Santu) সশস্ত্র ক্যাম্প স্থাপন করেছে গন্ডাছড়া মহকুমার নারায়ণপুর/ মগপাড়া, লক্ষীদার পাড়া, করোল্ল্যাছড়ি, কামালাখা; কাঁঞ্চনপুর মহকুমার মিধিঙেছড়ি; অমরপুর মহকুমার অন্তর্গত ইন্দো-বাংলাদেশ সীমান্তের সুশেনপাড়া (বাঘেছড়া) এলাকায়।

ভারতের নাগরিকরা সীমান্ত এলাকায় গেলে PCJSS (Santu)-এর ক্যাডাররা ‘ট্যাক্স’ দাবি করে।

সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকরা কোনো কার্যকলাপ চালাতে পারেন না, কারণ PCJSS (Santu)-ক্যাডারদের হুমকি ও ভয়ভীতি রয়েছে।

ত্রিপুরার ভেতরেও PCJSS (Santu)-এর ক্যাডাররা ভারতীয় নাগরিকদের, এমনকি তাদের ভারতীয় দালালদের মাধ্যমে, হুমকি দিয়ে থাকে।

বিক্ষোভকারীরা মহকুমা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী ড. মাণিক সাহার কাছে দাবি জানান, ত্রিপুরার সীমান্ত সুরক্ষায় অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ, PCJSS (Santu)-এর সব নেতা ও ক্যাডারকে গ্রেফতার ও বিতাড়ণ এবং তাদের সব ক্যাম্প ধ্বংস করতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *