সুনামগঞ্জ: সীমান্তে বিএসএফের কড়া নজরদারি চলছে। বাংলাদেশে সরকার বদলের পর ভারত সরকার আরো কড়াকড়ি করেছে পাহারা। যেহেতু বাংলাদেশের পাকিস্তানপ্রীতি বেড়েছে আর সেটা ভারত কখনোই সহ্য করবে না।
এবার অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গরু চুরি করতে গিয়ে বিএসএফের গুলিতে মারা গেল দুই বাংলাদেশী।
অথচ পাকি রক্তের যারা বাংলাদেশী আছেন, ভারতবারোধীরা বড় বড় করে প্রচার করছে সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের গুলি খেয়ে মারা গেলো নিরীহ যুবক!
নিরীহ হলে বা পথ ভুল ভারতে ঢুকে পড়লেও ভারত সহানুভূতি দেখিয়ে তাদের পথ দেখিয়ে ফিরিয়ে দেয় কিন্তু অন্যায় প্রশ্রয় দেয় না।
সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে এক রাতে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে এবং শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের মিনাপুর সীমান্তে ঘটনাটি ঘটেছে।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়িতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহতের স্বজন ও বিজিবির বরাতে দোয়ারা বাজার থানার ওসি জাহিদুল হক বলেন, শুক্রবার রাতে শফিকুল ইসলামসহ ১০-১২ জনের দল সীমান্ত পেরিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে যায়।
এ সময় বিএসএফ টহল দলের সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালায়।
আরেকজন নিহতের নাম আসকর আলী (২৪)।