ঢাকা: ভারতের আসাম, পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্য থেকে অবৈধ বাংলাদেশীদের গ্রেপ্তার করা হচ্ছে। পশ্চিমবঙ্গ এখন খুব নিরাপদ আস্তানা অবৈধ বাংলাদেশীদের জন্য।
তেমনি বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই প্রায় দু’বছর ধরে আজাদ শেখ ভারতে বসবাস করছেন। শুধু তাই নয় ,আজাদের কাছ থেকে যে ড্রাইভিং লাইসেন্সটি পাওয়া গিয়েছে সেটি একদম ‘খাঁটি ভারতীয়’!
বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে গিয়ে এরা সব নথি বানিয়ে ফেলছে।একজন বাংলাদেশি কীভাবে বৈধ ভারতীয় ড্রাইভিং লাইসেন্স জোগাড় করলেন? কে তাকে সাহায্য করলো?
কালীঘাটে বাংলাদেশি গ্রেফতারের ঘটনায় এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। পরিবহণ দফতরের কর্তারা মাঠে নেমেছেন।
ঘটনাটি ঘটে গত ১৮ মে সকাল ৬টা ৩০ মিনিট নাগাদ। কলকাতার সদানন্দ রোডে দুর্ঘটনার শিকার হন নেতাজিনগর থানার এএসআই সুষেণ দাস। তাঁকে একটি গাড়ি অতর্কিতে ধাক্কা মারে। ঘটনায় ওই পুলিশকর্মীর পা ভেঙে যায়।
এই ঘটনায় আজাদ শেখ নামে অভিযুক্ত গাড়িচালকের বিরুদ্ধে এফআইআর হয়। তাঁকে গ্রেফতার করা হয়। আজাদের নথিপত্র খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, নথিগুলো জাল এবং আজাদ শেখ বাংলাদেশি!
বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়া প্রায় দু’বছর ধরে আজাদ শেখ ভারতে বসবাস করছেন। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
পশ্চিমবঙ্গে দফায় দফায় গ্রেপ্তার করা হচ্ছে অবৈধ বাংলাদেশীদের। এর আগে ভিন্ন ঘটনায় মোট নয়জন বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। এরমধ্যে মুর্শিদাবাদের গৌরিবাগ এলাকা থেকে আটজন এবং কলকাতার কালিঘাট থেকে একজনকে গ্রেফতার করা হয়।