ঢাকা: ভারতে হিজরা সেজে দীর্ঘ ২৮ বছর ধরে নুন খাচ্ছেন এক বাংলাদেশি ব্যক্তি! নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে হিজরা সেজে বছরের পর বছর থেকেছেন!
এবার ধরা পড়লেন। ভারতের ভোপালে ‘নেহা কিন্নর’ নামে পরিচিত এই ব্যক্তির নাম আব্দুল কালাম।
আব্দুল ভুয়া পরিচয়পত্রের মাধ্যমে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচিত করে তুলেছিলেন এবং জাল পাসপোর্ট ব্যবহার করে একাধিকবার বাংলাদেশেও যাতায়াত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মাত্র ১০ বছর বয়সে আব্দুল ভারতে প্রবেশ করেন। প্রথমে মুম্বাইতে প্রায় ২০ বছর অবস্থান করার পর তিনি ভোপালে চলে আসেন।
গত আট বছর ধরে তিনি নারীর ছদ্মবেশে ‘নেহা’ নামে স্থানীয়দের মাঝে বাস করছিলেন যাতে কেউ সন্দেহ করতে না পারে।
নিজেকে পরিচয় দিতেন তিনি একজন হিজরা! অদ্ভুত সব মানসিকতা।
ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চলছে। এবং উচ্ছেদ করা হচ্ছে ঘরবাড়ি। আসামেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অবৈধ বাংলাদেশীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।
আব্দুল ভোপালের বুধওয়ারা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন ঐ বাংলাদেশী নাগরিক।
তার কাছ থেকে আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্টসহ একাধিক জাল নথি উদ্ধার করেছে পুলিশ।
তদন্তে জানা গেছে, তিনি এইসব নথি ব্যবহার করে নির্বিঘ্নে একাধিকবার আন্তর্জাতিক ভ্রমণ করেছেন। বর্তমানে আব্দুল তালাইয়া থানায় ৩০ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন।