ঢাকা: ভারতের বিভিন্ন রাজ্যে আটক হচ্ছে অবৈধ বাংলাদেশী। এরা বিভিন্ন চোরাই পথে, কোনো বৈধ পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে গিয়ে অনেক অঘটন ঘটাচ্ছে বলে খবর।

আসামসহ ভারতের অন্যান্য রাজ্যগুলোতে জোর তল্লাশি চলছে এমন অবৈধ অনুপ্রবেশকারী পাকড়াও এর!

এবার মেঘালয় পুলিশ শিলংয়ের মাওলাই এলাকায় নিয়মিত চেকিংয়ের সময় পাঁচ সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। তাদের পরিচয় যাচাই এবং পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য তদন্ত শুরু হয়েছে।

মাওলাই পুলিশ এবং বিশেষ অপারেশন দল যৌথভাবে মাওলাই মাওইয়ংয়ের আইএসবিটি জংশনে এই পাঁচ সন্দেহভাজনকে আটক করে। আটককৃতদের মধ্যে দুইজন নারী আছে।

যাদের আটক করা হয়েছে, তাঁরা হলেন: মো. ফজিদ বিলুল (৪৭), লেলেপা বেগম (৪০), মুসামাত জাহানা খাতুন (৩৫), মো. আলমগীর মিয়া (২৫), এবং মো. ইমামুল হাসান (১৮)।

জানা গিয়েছে, তারা শ্রীনগর থেকে আসছিল এবং শিলং হয়ে বাংলাদেশে আসার পথে ছিলো।

তারা কোনোরকম বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পাসপোর্ট, ভ্রমণ অনুমতি কোনোকিছুই নয়।

মাওলাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে চলমান আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে, তদন্ত চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *