ঢাকা: ভারতে অহরহ ধরা পড়ছে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী। এবার গ্রেপ্তার আরো চারজন। ভারত পাকিস্তান সংঘর্ষের মাঝেই সীমান্ত পেরিয়ে চুপিচুপি বাংলাদেশে ফিরে আসার সময় গ্রেপ্তার হলেন চার অবৈধ অনুপ্রবেশকারী।
জানা গিয়েছে, এক বছর আগেই তারা ভারতে অবৈধ ভাবে প্রবেশ করেছিলেন। তাঁদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
কাজের সূত্রে ভারতের বিভিন্ন জায়গায় থাকছিলেন তারা। ঘুরে ঘুরে একবছর কাটিয়ে দিয়েছেন ভারতে। অবশেষে সোমবার সকালে নদিয়ার হাঁসখালি থানা থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দুজন মহিলা এবং দুজন পুরুষকে হাঁসখালি সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। চারজনকে পাকড়াও করে জেরা শুরু করে। তাঁদের কথাবার্তা বেসামাল ছিলো। তাদের কাছে নেই কোনো বৈধ কাগজপত্র। দালালের মাধ্যমে তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে।
একবছর এদিকে ওদিকে থেকে এখন ভারত পাকিস্তানের অস্থিতিশীল পরিবেশের যেই নজরদারি কড়া করা হয়েছে ওমনি আবারও দালালের মাধ্যমেই ওই চারজন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করে। কিন্তু সীমান্ত পেরোনোর আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায় তারা। সোমবারই রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয় তোলা হয় ওই চারজনকে।তাদের পুলিশি হেফাজতে নিয়ে আরো জেরা করা হবে।