ঢাকা: সানাইয়ের সুর মুহূর্তে বদলে গেলো বিষাদে। ভয়ংকর দুর্ঘটনা ভারতের উত্তরপ্রদেশের সম্ভল জেলায়।
বর ও বরযাত্রী-সহ একটি এসইউভি দেওয়ালে ধাক্কা মারায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে যায়।
ঘটনায় মারা গিয়েছেন ৮ জন। এবং গুরুতর আহত ২।
ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে, সকাল সাড়ে ৬টা নাগাদ সম্ভলের গোবিন্দপুর থেকে বদায়ুন জেলার শিরটৌল গ্রামে কনের বাড়িতে যাচ্ছিলো বরযাত্রীদের গাড়িটি।
আনন্দঘন একটি মুহূর্তে আচমকা ঘটে যায় ঘটনা।
গাড়িটি কিছু বুঝে ওঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি কলেজের সীমানার পাঁচিলে।
ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় বাকি তিনজনের।
যিনি বিয়ে করতে যাচ্ছিলেন তিনিও মারা গিয়েছেন। তাঁর বয়স ২৪ বছর।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ”উত্তরপ্রদেশের সম্ভলে পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। নিহতদের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আহতরা পাবেন ৫০ হাজার টাকা”।