ঢাকা: বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ। ৫ আগস্টের পর এই দেশটি একেবারে ছন্নছাড়া হয়ে গেছে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কোনোদিকে তাল নেই।
ইউনূস ব্যর্থ! তিনি যে সংস্কারের বাণী দিয়ে সিংহাসনে আরোহণ করেছিলেন, তা তো দেখাই যাচ্ছে মৃত্যুঘন্টা বাজিয়ে দেশের কী সংস্কার করেছেন!
এদিকে প্রফেসরের ইচ্ছা তিনি আজীবন থেকে যাবেন এইভাবে। কোনো নির্বাচিত সরকারের প্রয়োজন নেই, দেশকে চাঙ্গে উঠিয়েছেন আরো উঠিয়ে যখন সময় হবে দেশ ছেড়ে চলে যাবেন, তাঁর মনের ইচ্ছা এটাই।
তবে বাংলাদেশে অবিলম্বে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের পক্ষে সরব হল ভারত।
সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অবস্থান স্পষ্ট করলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি।
তিনি জানান, বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত যে কোনও রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
“ভারত চায় দ্রুত বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন হোক। এই ভোটে যাতে সর্বাধিক মানুষ অংশ নিতে পারেন, তা নিশ্চিত করাও জরুরি,” বলেছেন বিদেশ সচিব।
বিক্রম মিশ্রি জানিয়েছেন, আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে ভারত দৃঢ়ভাবে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কর্তৃপক্ষ এই নির্বাচনের জন্য একটি সময়সীমা ঠিক করেছে। আমরা এই নির্বাচনগুলি হওয়ার অপেক্ষায় থাকব।’
বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, তারা আগামী ফেব্রুয়ারি মাসে ভোট করাতে চায়।
