ঢাকা: বৃষ্টি খলনায়ক হয়ে দাঁড়ালো।
বাংলাদেশ বনাম স্বাগতিক ভারতের মধ্যে নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
কয়েক দফা বৃষ্টির পর শেষ পর্যন্ত ফল ছাড়াই শেষ করতে হয়েছে ম্যাচটিকে।
আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এ শনিবার, ২৬ অক্টোবর নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ।
কিন্তু বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে হয়। দর্শকদের হতাশা তো ছিলোই। মাঝখানেই থেমে যায় প্রতীক্ষিত মুখোমুখি লড়াই।
এদিন, টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। আবহাওয়া কথা বলছিলো শুরু থেকেই। ম্যাচের ছন্দ নষ্ট হতে থাকে।
প্রবল বৃষ্টির জন্য ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪৩ ওভারে আনা হয়। পরে পরিস্থিতি আরও খারাপ হলে ওভার আরও কমাতে হয় এবং শেষে কোনও ফলাফল ছাড়াই উপায়হীন হয়ে খেলা বন্ধ হয়ে যায়।
তবে ভারতের চিন্তার কোনো কারণ নেই। এই ম্যাচের আগেই ভারত সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলেছে। বাংলাদেশের কাছে ছিলো সম্মান রক্ষার ম্যাচ।
আগামী ৩০ অক্টোবর ভারতের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। আর বাংলাদেশ ইতিমধ্যেই সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গিয়েছে।
ভারতের একাদশে ছিলেন- প্রতীকা রাওয়াল, স্মৃতি মন্ধানা, হরলিন দিওল, জেমিমা রডরিগস, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), দীপ্তি শর্মা, উমা ছেত্রী (উইকেটকিপার), অমনজ্যোত কৌর, রাধা যাদব, শ্রী চরণী এবং রেণুকা সিং ঠাকুর।
বাংলাদেশের পক্ষে মাঠে ছিলেন- সুমাইয়া আখতার, রুবিয়া হায়দার জেলিক, শারমিন আখতার, শোভনা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক/উইকেটকিপার), শোর্না আখতার, রিতু মনি, রাবেয়া খান, নাহিদা আখতার, নিশিতা আখতার নিশি এবং মারুফা আখতার।
