ঢাকা: তর্জন-গর্জনই সার! কথায় বলে না যত গর্জায় তত বর্ষায় না।
টিম ইন্ডিয়ার সামনে দুরমুশ হয়ে গেলো বাংলাদেশ। গর্জন এই কারণেই বললাম, এই ম্যাচে নামার আগে বাংলাদেশ কোচ ফিল সিমন্সের দাবি ছিল, ভারতকে নাকি যে কোনও দল হারিয়ে দিতে পারে।
কিন্তু সেই সিমন্সের বাংলাদেশ আক্ষরিক অর্থে ভারতের সামনে দাঁড়াতেই পারলো না।
মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে বাংলাদেশের সামনে ১৬৯ রানের লক্ষ্য রাখে ভারত। জবাবে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
ফলে ৪১ রানে জয় পেয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে গেলো টিম ইন্ডিয়া।
বুধবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক।
ভারতের ১৬৯ রান তাড়া করতে নেমে বাংলাদেশের একজন মাত্র ব্যাটার দাঁড়াতে পেরেছিলেন। এদিকে ভারতের কাছে হারের পর সেমিফাইনালে যেতে এবার পাকিস্তানকে হারাতেই হবে বাংলাদেশকে।
এখন পাকিস্তান আর বাংলাদেশ তো এক দেহের ডান হাত, বাম হাত। এক হাত কাটলে আরেক হাতের কষ্ট। তাই না?
এদিকে ভারতের কাছে হেরে চাপের মুখে ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে দলের ব্যাটিং নিয়ে আজব মন্তব্য করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি।
তিনি বলেন, ‘আমরা শুধু ছক্কা মারলেই তো হবে না। আমরা শুধু ছয় মারার চিন্তা তো করি না, আমরা রান করার চিন্তা করি।’
গতকালকের ম্যাচের সেরা অভিষেক করেন ৩৭ বলে ৭৫ রান। চারটি চার এবং পাঁচটি ছক্কা মারেন তিনি।