ঢাকা: ভারত বর্তমানে চারদিকে কড়া নজর রেখেছে। ভারত – পাকিস্তানের উত্তেজনা সামান্য কমলেও, ভারত বর্তমানে কৌশলগত মনোযোগ পূর্ব দিকে বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভারতকে আরো সতর্ক করেছে।
উল্লেখযোগ্য যে, শিলিগুড়ি করিডরে রাফাল যুদ্ধবিমান ও রাশিয়ার তৈরি এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে ভারত।
ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’ নিয়ে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ভারতের একমাত্র উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ শিলিগুড়ি করিডর। আর বর্তমানে ভারতের সবচেয়ে আধুনিক অস্ত্র এখন এই করিডর পাহারায় আছে।
এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার তৈরি, ৪০০ কিমি দূরত্ব পর্যন্ত একাধিক লক্ষ্যবস্তু ভেদে সক্ষম প্রতিরক্ষা ব্যবস্থা এটি।
বর্তমান সময়ে শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে।
ভারত বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনগুলোকে জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হিসেবেই দেখেছে। কারণ বাংলাদেশ জঙ্গীরাষ্ট্র পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে।