ঢাকা: ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি। ৫ আগস্টের পর দুই প্রতিবেশি দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে।
বিশেষত বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, ভারত বিরোধিতা তো আছেই, তাছাড়া বাংলাদেশের পাকিস্তান ঝোঁক ভারত খুব সূক্ষ্ম চোখে নজরে রেখেছে।
তাছাড়া সবচেয়ে বড় বিষয়, ভারত জঙ্গীবাদ প্রশ্রয় দেয় না। তবে ভারতের নীতি প্রতিবেশি প্রথম। এই নীতিতে বিশ্বাস করেই এখনো সাহায্য করছে ভারত বাংলাদেশকে।
তবে ইন্টেরিমের কর্মকাণ্ড এবং সম্প্রতি হাসনাত আব্দুল্লাহ ভারতের সেভেন সিস্টার্স নিয়ে যে বক্তব্য দিয়েছেন, আর জামায়াত যা শুরু করেছে তাতে ভারত নড়েচড়ে বসেছে।
অবশেষে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (IVAC) আজ বুধবার দুপুর ২টা থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ভারতের হাইকমিশন পরিষ্কার জানিয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের নতুন সময় ও তারিখ শীঘ্রই জানানো হবে। কেন্দ্রটি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় খোলা হবে।
নিরাপত্তা সংক্রান্ত এই ব্যবস্থা ভিসা আবেদনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে।
হাইকমিশন সব আবেদনকারীর প্রতি অনুরোধ করেছে, তারা নিয়মিত অফিসের ওয়েবসাইট বা কাস্টমার কেয়ার মাধ্যমে আপডেট দেখুন।
