ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর।
তিনি পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারতের সম্মানিত মন্ত্রী ভারত সরকারের শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। বিএনপির অফিসিয়াল ফেইসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়।
সেখানে বলা হয়, “খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। আজ বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।”
জয়শঙ্কর তাঁর ফেসবুকে লিখেছেন:
“ঢাকা পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি তাঁর কাছে পৌঁছে দিয়েছি ।
ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছি।
আমার বিশ্বাস, বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে।”
উল্লেখযোগ্য যে, ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বাশারে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থাসমূহ এবং কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন।
খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর বহু আলোচনা সমালোচনা সামনে আসছে।
এদিন, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করেন তাঁর বড় ছেলে তারেক রহমান।
বুধবার সকাল ১০টার দিকে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে এই দৃশ্য দেখা যায়।
এদিকে , সকাল সোয়া ৯টার দিকে জাতীয় পতাকা শোভিত লাশবাহী গাড়ি এভারকেয়ার হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছায়।
