কলকাতা: ভারত পাকিস্তানের যুদ্ধকালীন উত্তেজনার মাঝে এবার জেএমবি-র আরো এক সদস্যকে গ্রেপ্তার করেছে। এর আগে শুক্রবার গ্রেপ্তার হয়েছে দুইজন। তিনজনকে জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ।
জেএমবি জঙ্গি গোষ্ঠী দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে এরা বেশ নাদুস নুদুস হয়ে ওঠে। এর আগেও মালদহ ও মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গা থেকে একাধিক সদস্যদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ আধিকারিকরা মনে করছেন, এই জঙ্গিগোষ্ঠী যথেষ্ট সক্রিয় রয়েছে। বীরভূম থেকে আজমল হুসেন এবং সাহেব আলি খানকে গ্রেপ্তারের পরে দক্ষিণ ২৪ পরগনা থেকে আব্বাসউদ্দিন মোল্লাকে পাকড়াও করেছে এসটিএফ। আব্বাসউদ্দিনের গতিবিধিও সন্দেহজনক। ওই ব্যক্তি এলাকায় সকলের সঙ্গে কথা বলতেন না। ওঝা বলে নিজেকে পরিচয় দিতো সে।আব্বাসউদ্দিন মোল্লা ডায়মন্ড হারবার থানার পাতড়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার, STF পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটি থেকে আজমল হোসেন এবং সাহেব আলী খান নামে আরও দুই জেএমবি কর্মীকে গ্রেপ্তার করেছে।
সূত্র জানিয়েছে যে তদন্তকারী কর্মকর্তারা আজমল এবং সাহেবকে জিজ্ঞাসাবাদ করার পর আবাসউদ্দিন মোল্লার যোগসূত্র সম্পর্কে জানতে পারেন। আবাসউদ্দিনকে জেলা আদালতে হাজির করার জন্য বীরভূম জেলার রামপুরহাটে নিয়ে যাওয়া হয়েছে।
তারা আরও জানিয়েছে যে শুক্রবার গ্রেপ্তার হওয়া দুই জেএমবি কর্মী মূলত মুসলিম যুবকদের মগজ ধোলাই এবং বিভিন্ন স্লিপার সেলে যোগদানের জন্য কাজ করছিলো।
একজন কর্মকর্তা জানিয়েছেন যে তাদের কাছ থেকে বিভিন্ন ডিজিটাল এবং কাগজের নথিপত্র জব্দ করা হয়েছে, যা দেশবিরোধী কার্যকলাপের সাথে তাদের জড়িত থাকার পাশাপাশি জেএমবির সাথে তাদের সম্পৃক্ততার প্রমাণ দিয়েছে।