ঢাকা: বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারত সফরে যাচ্ছেন।

ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে তাঁকে দিল্লি যাওয়ার আমন্ত্রণ জানান ভারতের অজিত ডোভাল।

আগামি ২০ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠি হওয়ার কথা। এবং ১৯ নভেম্বরই দিল্লি পৌঁছাচ্ছেন খলিলুর।

সম্মেলনের ফাঁকে অজিত ডোভালের সঙ্গে খলিলুরের একান্ত বৈঠক হবে কি না, এই বিষয় নিয়ে জল্পনা তুঙ্গে। তবে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের আগস্টে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর এটা হতে যাচ্ছে দ্বিতীয় কোনো উপদেষ্টার দিল্লি সফর।

এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফরে যান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *