ঢাকা: আন্তর্জাতিক কূটনীতির অস্থির প্রেক্ষাপটে ভারতের প্রতিরক্ষা নীতি নিয়ে নিজেদের স্পষ্ট অবস্থান জানিয়ে নিল নয়াদিল্লি।

জাতীয় নিরাপত্তা ও পরমাণু নীতির প্রশ্নে ভারত কোনও বিদেশি শক্তির নির্দেশ বা চাপ মেনে চলবে না, প্রথম সারির এক সংবাদমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

বাংলাদেশ নিয়েও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি। প্রধান উপদেষ্টা যেন চিন্তাভাবনা করে কথা বলেন, সে কথাও বলেন তিনি।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, নয়াদিল্লি কখনো বাংলাদেশের সঙ্গে কোনো বিবাদ চায় না।

সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। সাক্ষাৎকারে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলাপ করেন রাজনাথ সিং।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত শান্তি চায় এবং কোনো দেশে সংঘাতকে উৎসাহিত করে না।

এই অবস্থায় ইউনূসকে মুখ সামলে নিয়ে ধীরে কথা বলার পরামর্শ দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

রাজনাথ স্পষ্টভাবে জানিয়ে দেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না নয়াদিল্লি। নিজেদের চিরন্তন রীতি মেনে ভারত সব প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু ভারত যে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভয় পায় না বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চাই না। কিন্তু ইউনুস (বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা) যা বলছেন, তা নিয়ে সতর্ক থাকা উচিত।’

রাজনাথ সিং আসলে এমন সময় এই মন্তব্য করলেন যখন শত্রুদেশ পাকিস্তানের সাথে বাংলাদেশের দহরম মহরম চলছে। এই দুই দেশ একটা ঘোঁট বাঁধাচ্ছে। তবে এইসব ধোপে টিকবে না, বুঝিয়ে দিলেন রাজনাথ সিং।

এছাড়াও পরমাণু পরীক্ষা নিয়ে সাফ কথা বললেন রাজনাথ।

পরমাণু বোমা পরীক্ষা নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন রাজনাথ। পাকিস্তান, আমেরিকা পরমাণু বোমা পরীক্ষা নিয়ে যে জল্পনা শুরু হয়েছে, তা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘ভারত কী করবে, সেটা ভবিষ্যতই বলবে। আমেরিকা বা পাকিস্তান কী করছে, সেটার চাপে পড়ে ওরা (আমেরিকা এবং পাকিস্তান) যা চায়, সেটাই করতে পারে। আমাদের যেটা সঠিক মনে হবে, আমরা সঠিক সময় সেটাই করব।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *