ঢাকা: সিএএ নিয়ে বড় ঘোষণা করলো ভারত সরকার। নাগরিকত্ব পাওয়ার আবেদনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারের পুরনো বিজ্ঞপ্তি অনুসারে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান এই ছয় ধর্মাবলম্বী ব্যক্তিরা যারা ভারতে ঢুকেছেন, তাঁরা সবাই সিএএ-তে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারতেন।
তবে নয়া বিজ্ঞপ্তিতে সেই সময় বাড়িয়ে করে দেওয়া হয়েছে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এ নাগরিকত্বের জন্য আবেদনের সময়সীমা আরও ১০ বছর বাড়িয়ে দিল নরেন্দ্র মোদির সরকার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মঙ্গলবার রাতে একটি বিবৃতি জারি করে পরিষ্কার জানিয়েছে, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা (হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান), যারা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে ভারতে এসেছিলেন, তাদের পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি ছাড়াই ভারতে থাকতে দেওয়া হবে। এতে কোনো সমস্যা নেই।
তারা প্রত্যেকে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।