ঢাকা: সঙ্কটে খালেদা জিয়ার স্বাস্থ্য। তাঁর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে। বয়স তো কম হয়নি। এক এক করে ৮০।
বেশ কিছুদিন ধরেই অসুখে ভুগছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। চিকিৎসকরা খালেদা জিয়াকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করছেন বলে জানা গিয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রবীণ নেত্রীর হৃদপিণ্ড এবং ফুসফুসের অবস্থা খুব খারাপ।
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির কথা জেনে পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত তো বরাবরই শত্রু হোক, মিত্র হোক বিপদে পাশে থাকে।
প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি। দীর্ঘকাল ধরে বাংলাদেশের রাজনীতি এবং জনজীবনে তাঁর একটা বিরাট অবদান রয়েছে। আমি আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। আমি প্রতি মুহূর্তে তাঁর সুস্থতার কামনাই করি। পাশাপাশি, এটাও স্মরণ করিয়ে দিতে চাই, ভারত সকল প্রকার সহায়তার জন্য প্রস্তুত।’
এদিকে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য চিন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এসেছে ঢাকায়। গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ডও।
তাঁরা ইতিমধ্যেই বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসা এবং শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেছে।
