ঢাকা: বাংলাদেশের ভালোর জন্যেও কোনো পরামর্শ দিলে রাজাকাররা দাঁত নখ খিঁচিয়ে তেড়ে আসে তকমা দিতে। সুপরামর্শ দাতারা হয়ে যান ভারতীয় দালাল, কাফের, ইস্কন ইত্যাদি।

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে দেশে তীব্র বিতর্ক চলছে। বাংলাদেশ রীতিমতো তেড়ে যাচ্ছে ভারতের দিকে। জামাতি কার্যকলাপ, ভাষণ তো আছেই।

এই ঘটনা নিয়ে বোর্ডকে পরামর্শ দেন তামিম ইকবাল। আর তাতেই বাংলাদেশের প্রাক্তন অধিনায়ককে ‘ভারতীয় দালাল’ বলে আক্রমণ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিরেক্টর তথা বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম।

যাঁর সেই পদে বসার কোনও যোগ্যতাই নেই বলে দাবি করেছেন একাংশ।

সেই নাজমুল নিজের ফেসবুক অ্যাকাউন্টে তামিমের মন্তব্যের একটি ছবি শেয়ার করে তিনি অত্যন্ত তাচ্ছিল্যভাবে বলেন, ‘এবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু’চোখ ভরে দেখল।’

নিজের দেশকে সাবধান করতে গিয়ে তাঁর জুটে গেলো দেশদ্রোহী তকমা!

নাজমুল ইসলাম যে জামাতি তা প্রমাণ করে দিলেন।

বাংলাদেশি ক্রিকেটাররা ভারতের মাটিতে নিরাপদ নন, এই কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে চাইছে না বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসাবে শ্রীলঙ্কায় খেলতে চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ বোর্ড।

যা নিয়ে মুখ খুলেছেন তামিম। তিনি বলে দিচ্ছেন, “আমার মতে, বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ, ভবিষ্যৎ এবং বাকি সব কিছু মাথায় রেখেই যে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত। কথাবার্তার মাধ্যমে সমস্যা মেটানো গেলে তার চেয়ে ভাল কিছু হয় না।”

তামিমের মতে, “সবার আগে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের কথা ভাবা উচিত। আমাদের বোর্ডের ৯০-৯৫ শতাংশ অর্থ আসে আইসিসি থেকে। তাই সেটা ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত।”

তিনি ভবিষ্যৎ বলেছেন।

কিন্তু তামিমকে অপমান করলেন নাজমুল ইসলাম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *